এবার বিএনপিতে দোলাচল

ইনাম আহমদ ও আবদুল মুক্তাদির
ইনাম আহমদ ও আবদুল মুক্তাদির

সিলেট-১ আসনে কে হচ্ছেন প্রার্থী? এ রকম দোলাচল ছিল আওয়ামী লীগে। শেষ পর্যন্ত ক্ষমতাসীন দলটি অর্থমন্ত্রীর ভাই এ কে আবদুল মোমেনকে বেছে নেয়। কিন্তু এ নিয়ে এখন অস্বস্তি দেখা দিয়েছে বিরোধী দল বিএনপিতে। কারণ, এখানে বিএনপি দুজনকে মনোনয়নের চিঠি দিয়েছে।

সাবেক বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। দুজনকেই মনোনয়নের চিঠি দেওয়ায় ক্ষুব্ধ দলের নেতা–কর্মীরা। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রার্থিতা নিয়ে এ রকম অস্বস্তি থাকা এই সময়ের জন্য অবশ্যই ক্ষতিকর। মর্যাদাপূর্ণ আসনে আমরা এমন মনোনয়ন দৌড় চাই না। আমরা চাই মর্যাদাসম্পন্ন ব্যক্তির মাধ্যমে আসনটি পুনরুদ্ধার করতে। যোগ্য প্রার্থীর মর্যাদা দিতে হবে।’

১৯৯১ সালে এ আসনে বিজয়ী বিএনপির খন্দকার আবদুল মালিকের ছেলে খন্দকার মুক্তাদির। প্রয়াত সাংসদের ছেলে হিসেবে বিশেষ পরিচিতি থেকে তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী। স্থানীয় বিএনপির একটি অংশ এখানে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সমান্তরাল কাউকে মনোনয়ন দেওয়ার পক্ষে।

ইনাম আহমদ চৌধুরীর বাড়ি সিলেট-৬ নির্বাচনী এলাকার গোলাপগঞ্জে। তাঁকে এখানে প্রার্থী করার ব্যাপারে বিএনপি আগ্রহী হওয়ায় তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দুজনের মনোনয়ন পাওয়ার বিষয়ে খন্দকার আবদুল মুক্তাদির প্রথম আলোকে বলেন, ‘দলীয় কৌশল হিসেবে সব খানে দুজন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কোনো কারণে যদি কোনো প্রার্থীর যেকোনো সমস্যায় মনোনয়নপত্র বাতিল হয়, এ ক্ষেত্রে বিকল্প রাখতেই দুজন করে প্রার্থী দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত একজন সরে দাঁড়াবেন। এখানেও কেন্দ্রের সিদ্ধান্ত মেনে যেকোনো একজন সরে দাঁড়াব।’