পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ রাখতে পারছি না: ইইউ

বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের প্রধান রেন্সজে তেরিংক বলেছেন, নির্বাচন পর্যবেক্ষক পাঠানো হবে না বলে যে বক্তব্য এসেছে, তা ইইউ পার্লামেন্টের নিজস্ব বক্তব্য। সেটার সঙ্গে ইইউ-এর কোনো সম্পর্ক নেই। ইইউ আশা করে নির্বাচন সুষ্ঠু হবে। তবে নির্বাচন কমিশনের জন্য একদিনে নির্বাচন করা চ্যালেঞ্জিং।

আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে রেন্সজে তেরিংক এ কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর বিষয়টি হাইকমান্ডের সিদ্ধান্ত। একটি সম্পূর্ণ টিম পাঠানো সময়ের ব্যাপার। সে জন্য পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ রাখতে পারছি না।’

রেন্সজে তেরিংক বলেন, ‘এখানে ১০ কোটি ৪০ লাখ ভোটার ও ৪০ হাজার কেন্দ্র রয়েছে। এটা এক বিশাল কর্মযজ্ঞ। ইইউ-এর প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে একটি টিম এসেছে। তারা এখানে ১৪ দিন থেকে পর্যবেক্ষণ করবে। তবে সংসদ নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর বিষয়টি হাইকমান্ডের সিদ্ধান্ত। একটি সম্পূর্ণ টিম পাঠানো সময়ের ব্যাপার। সে জন্য পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ রাখতে পারছি না।’

এর আগে বেলা দুইটার দিকে নির্বাচন কমিশনে আসে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল। পরে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন ইইউ প্রতিনিধিদলের প্রধান রেন্সজে তেরিংক।