নবীগঞ্জে ঝাড়ুমিছিল জাপার প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

হবিগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতিকুর রহমানকে নবীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন দলটির নেতা-কর্মীরা। গত সোমবার রাতে উপজেলা সদরে ঝাড়ুমিছিল শেষে প্রতিবাদ সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।

নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে হবিগঞ্জ-১ আসন গঠিত। এখানে বর্তমান সাংসদ জাতীয় পার্টির নেতা আবদুল মুনিম চৌধুরী। তাঁকে বাদ দিয়ে এবার একই দলের প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাপার সভাপতি আতিকুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নবীগঞ্জে এ খবর ছড়িয়ে পড়ে। এ অবস্থায় রাত ১০টার দিকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় নেতা-কর্মীরা ঝাড়ু উঁচিয়ে ধরে দলীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানান। পরে মিছিলকারীরা উপজেলা সদরের প্রধান সড়কে এক প্রতিবাদ সভায় মিলিত হন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা জাপার আহ্বায়ক শাহ আবুল খায়ের। আতিকুর রহমান সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা উল্লেখ করে বক্তারা বলেন, বহিরাগত কোনো প্রার্থীকে চাপিয়ে দিলে নবীগঞ্জবাসী তা মেনে নেবে না। তাঁকে এ আসনে জাপার প্রার্থী করা হলে দলের ভরাডুবি হবে। আতিকুর রহমানকে নবীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন বক্তারা।

সভায় বক্তব্য দেন চরিত্র মোহন দেবনাথ, শাহ ফারছু মিয়া, ভুলা দাশ, তজমুল মিয়া, মুজেফর আলী, চানফর মিয়া, আলা উদ্দিন, সিদ্দিক আলী, আবদুল হান্নান খান, অলিদুর রহমান, আবদুল হান্নান চৌধুরী, জাহান আহমদ, নুরুল আমীন পাঠান, ফুল মিয়া, মুজাহিদ আহমদ, আহমদ রেজা, মিলাদ হোসেন, নিউটন সূত্রধর, নুর মিয়া, স্বপন চৌধুরী, নিয়ামুল করিম, খালেদ আহমদ চৌধুরী, মৌলদ হোসেন, আবদুল কাহার প্রমুখ।