'যে যা-ই বলুক, আমাদের বিজয় নিশ্চিত'

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রথম আলো ফাইল ছবি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রথম আলো ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'গত নির্বাচন থেকে এই নির্বাচনের জয় আরও সহজ হবে। এবার নৌকা অনায়াসেই জিতবে।’ অর্থমন্ত্রী বলেন, ‘দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, মানুষ তার মূল্যায়ন করবে। যে যা-ই বলুক, আমাদের বিজয় নিশ্চিত।'

আজ বুধবার বেলা আড়াইটায় সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী এমদাদুল হকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুহিত এ কথা বলেন। এর আগে তিনি তাঁর আসন সিলেট-১ (মহানগর-সদর) থেকে এবার নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া ছোট ভাই এ কে আবদুল মোমেনের মনোনয়নপত্র দাখিল করার আনুষ্ঠানিকতায় যোগ দেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার পদত্যাগের বিষয়ে ড. কামাল হোসেন যে দাবি তুলেছেন সে বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটি একটি অহেতুক দাবি। এই দাবির কোনো ভিত্তি নেই। এটি একটি ননসেন্স দাবি।’

সবার জন্য সমাজ সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিয়ে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, 'বিএনপির এ দাবি সত্য নয়। তারাও ননসেন্স। নির্বাচনে সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। নেতা-কর্মীদের ধরপাকড় করা হচ্ছে বলে বিএনপি যে অভিযোগ তুলেছে তা-ও সত্যি নয়।'

মনোনয়নপত্র দাখিলের সময় অর্থমন্ত্রীর আরেক ভাই সাবেক সচিব এ কে মুবিন, বোন সাবেক জাতীয় অধ্যাপক শায়লা খাতুন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।