বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪

ফেনীতে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার শর্শদী বাজারসংলগ্ন রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন: আবুল বশর (৫৫), মো. দোলন (৩২) ও মনসুর আহম্মদ (২৬)। শিশুটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত লোকজনের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মাসুম (২৫), মো. দুলাল (৪০), বাসচালক মনির (৪৪) ও চালকের সহকারী আবদুর রহিম (২২)। বাসচালক মনিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, বুধবার সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৈখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ফেনী সদর উপজেলার শর্শদী বাজারসংলগ্ন রেলগেট পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেন রেলগেট অতিক্রম করার সময় বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে ফেনী শহর থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনেরর সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু তাহের বাস-ট্রেনের সংঘর্ষে চারজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে প্রথম আলোকে জানান। ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার পর কিছুক্ষণ এক লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এক ঘণ্টা পর দুইটি লাইনই সচল হয়।

দেশের বিভিন্ন স্থানে গত ৬৪২ দিনে সড়ক দুর্ঘটনায় ৫৬৫২ জন নিহত হন। আজকের নিহত ৪ জনসহ ৬৪৩ দিনে নিহতের সংখ্যা দাঁড়াল ৫৬৫৬ জনে।