স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম

ছিলেন জেলা বিএনপির সভাপতি। তিনবার দলীয় ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির সেই নেতা শহিদুল ইসলাম। তিনি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে লড়বেন বলে জানিয়েছেন।

এই আসনে মহাজোটের প্রার্থী হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী বর্তমান সাংসদ হাসানুল হক ইনু। গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম হোসেনের কাছে শহিদুল মনোনয়নপত্র জমা দেন। এই আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাগীব রউফ চৌধুরী ও কেন্দ্রীয় বিএনপির নেত্রী ফরিদা ইয়াসমীন। তাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রশ্নের জবাবে শহিদুল প্রথম আলোকে বলেন, ‘দল আমাকে মনোনয়ন দেয়নি। কিন্তু স্থানীয় নেতা–কর্মী ও জনগণ এতে খুবই ক্ষুব্ধ। কেননা, ১০টা বছর এলাকার নেতা–কর্মীদের নিজ হাতে সংগঠিত করেছি। হামলা–মামলা মোকাবিলা করে টিকে আছি। সেখানে হঠাৎ কাউকে মনোনয়ন দেবে, সেটা কেউ মেনে নিতে পারেনি। এ জন্য স্বতন্ত্র পার্থী হয়েছি।’

শহিদুল আরও বলেন, ‘আমি তিনবারের সাংসদ। এলাকায় আমাকে চেনে না, এমন কেউ নেই। নেতা–কর্মী ও জনগণের ইচ্ছায় প্রার্থী হচ্ছি, মাঠে থাকব, লড়াই করব। এখন আমি দলের কেউ নই, তবে দলের নেতা–কর্মীরা আমার সঙ্গে আছে।’