হেলিকপ্টারে গেল মনোনয়নের চিঠি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিন দুপুরে যশোর-৫ (মনিরামপুর) আসনে মনোনয়ন পান মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদ ইকবাল হোসেন। সময় না থাকায় হেলিকপ্টার ভাড়া করে ঢাকা থেকে মনোনয়নের চিঠি উড়িয়ে যশোরে নেওয়া হয়। বেলা তিনটায় তা জমা দেওয়া হয় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে।

দলীয় সূত্র বলেছে, যশোর-৫ আসনটি ঐক্যফ্রন্টের শরিক জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে ছেড়ে দিয়েছে বিএনপি। কিন্তু তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ কারণে বিকল্প প্রার্থী হিসেবে শহীদ ইকবাল হোসেনকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নের চিঠি দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল পাঁচটা। এ জন্য ১ লাখ ২৮ হাজার টাকায় হেলিকপ্টার ভাড়া করে মনোনয়নের চিঠি নেওয়া হয় যশোরে। শহীদ ইকবাল বলেন, ‘মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে পুলিশ খুঁজছে। তাঁর মনোনয়ন বাতিল হতে পারে। এ জন্য আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে।’