আবারও স্বতন্ত্র প্রার্থী হলেন সাংসদ মতিন

আবদুল মতিন
আবদুল মতিন

মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনে এবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাংসদ আবদুল মতিন। তিনি কুলাউড়া আওয়ামী লীগের একাংশের সভাপতি।
আবদুল মতিন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০১৪ সালের সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু এখানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী করায় জাতীয় পার্টির মহিবুল কাদির চৌধুরীকে। এ অবস্থায় আবদুল মতিন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটযুদ্ধে নেমে পড়েন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচন করে জিতেও যান। সাংসদ হওয়ার পর পুনরায় তিনি আওয়ামী লীগে ফিরে যান। দলের উপজেলা কমিটির একাংশ তাঁকে সভাপতির পদও ফিরিয়ে দেয়।
আবদুল মতিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছে আমি অন্তত ১০ বার গেছি নমিনেশনের জন্য। নেত্রী বলেছেন, অতীতে তুমি যেভাবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হয়ে এসেছ, এবারও সেটা কর। তাই, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ইনশা আল্লাহ আমি আবারও জয়ী হব।’