উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে নির্বাচনে

ফরিদুল কবির
ফরিদুল কবির

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে বিএনপির মনোনয়নের টিকিট হাতে পেয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। তিনি গত বুধবার বিকেলে মনোনয়নপত্র জমাও দিয়েছেন। 

তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ফরিদুল কবির তালুকদার উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। ভোটের মাঠে এখন তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও ফরিদুল কবির তালুকদারের পরিবার সূত্রে জানা গেছে, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদুল কবির তালুকদার নির্বাচিত হন। তিনি জামালপুর-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান। তাই গত মঙ্গলবার তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এ ছাড়া তিনি গত বুধবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের কার্যালয়ে সরকারি গাড়ি জমা দেন। পরে মনোনয়নপত্র দাখিল করেন।

ফরিদুল কবির তালুকদার বলেন, ‘গত মঙ্গলবার বিএনপির দলীয় প্রার্থী হিসেবে আমাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়। এ কারণে সংসদ নির্বাচন করতে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি ও মনোনয়নপত্র জমাও দিয়েছি।’ ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান সাহেবের পদত্যাগপত্র আমি পাইনি। তবে গত বুধবার বিকেলে মনোনয়নপত্র দাখিলের আগে তিনি আমার কাছে সরকারি গাড়ির চাবি হস্তান্তর করেন।’