সাংসদ তাপসের হাতে নগদই আছে সাড়ে ৬ কোটি টাকা

সাংসদ শেখ ফজলে নূর তাপস
সাংসদ শেখ ফজলে নূর তাপস

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, ঢাকা–১০ আসনের বর্তমান সাংসদ শেখ ফজলে নূর তাপসের হাতে এখন নগদ রয়েছে ৬ কোটি ৭২ লাখ টাকা। পাঁচ বছর আগে দশম সংসদ নির্বাচনের সময় তাঁর কাছে নগদ ছিল ৬ কোটি ২ লাখ টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শেখ ফজলে নূর তাপসের জমা আছে ৯ কোটি ৭৮ লাখ টাকা। পাঁচ বছর আগে ছিল ৬ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ পাঁচ বছরে ব্যাংকে তাঁর জমার পরিমাণ বেড়েছে সাড়ে ৩ কোটি টাকা।

শেয়ারবাজারেও সাংসদের বিনিয়োগ বেড়েছে। শেয়ারে তাঁর বিনিয়োগ ৪৩ কোটি ২৭ লাখ ৫৫ হাজার টাকা। পাঁচ বছর আগে ছিল ৩২ কোটি ১৪ লাখ টাকা।

হলফনামা অনুযায়ী ফজলে নূর বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান ভাড়া থেকে বছরে আয় করেন ৪২ লাখ ৫০ হাজার টাকা। কৃষি খাত থেকে আয় ৩৫ হাজার টাকা।

আগের হলফনামায় বৈদেশিক মুদ্রা থাকার কথা উল্লেখ করেননি এই সাংসদ। এবার নিজের কাছে ৮ হাজার মার্কিন ডলার থাকার তথ্য দিয়েছেন তিনি। এ ছাড়া নিজের ও স্ত্রীর নামে ১ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার টাকার গাড়ি, বাস, ট্রাক ও মোটরসাইকেল থাকার তথ্য দিয়েছেন তিনি।