বাদ পড়লেন আ.লীগের ৩, বিএনপির ১৪১ প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগের ৩ জন এবং বিএনপি ১৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। গতকাল রোববার সারা দেশে ৬৪টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৩ হাজার ৬৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

আজ সোমবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ফলে আওয়ামী লীগের ২৭৮ জন এবং বিএনপির ৫৫৫ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে মাঠে আছে।

গতকাল যাচাই-বাছাইয়ের পর ৭৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। আর বৈধ ঘোষণা করা হয় ২ হাজার ২৭৯ জনের মনোনয়নপত্র।

একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ৩০ ডিসেম্বর।

গত ২৮ অক্টোবর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে আওয়ামী লীগ মোট ২৮১ জনকে মনোনয়ন দেয়। অন্যদিকে বিএনপি ৬৯৬ জনকে মনোনয়ন দিয়েছে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে কোন আসনে কে প্রার্থী, সে সম্পর্কে দলীয় চিঠি নির্বাচন কমিশনে দিতে হবে। এরপরই জানা যাবে কোন আসনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।