রুহুলের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

রুহুল আমিন
রুহুল আমিন

জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। পটুয়াখালী-১ আসনের সাংসদ রুহুল আমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা দিয়েছেন, সেখানে তিনি তাঁর বিরুদ্ধে চলমান একটি সার্টিফিকেট মামলার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকার জনৈক আবুল কালাম মৃধা এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর গত রোববার লিখিত অভিযোগ দিয়েছেন। ঋণ খেলাপের কারণে এই আসনে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র রোববার যাচাই–বাছাইয়ে বাতিল হয়েছে।

আবুল কালাম মৃধার অভিযোগে বলা হয়, রুহুল আমিনের বিরুদ্ধে পটুয়াখালী বন বিভাগ সরকারি দাবিকৃত পাওনা আদায় আইনের বিধানমতে পটুয়াখালী সার্টিফিকেট আদালতে ৩ লাখ ৯৫ হাজার ৬৯৯ টাকা পাওনা নিমিত্তে ১-বন/৯৩-৯৪ নং একটি সার্টিফিকেট মামলা করেছেন, যা চলমান আছে। কিন্তু তিনি তাঁর হলফনামায় এই সার্টিফিকেট মামলার তথ্য গোপন করেছেন। বন বিভাগ পটুয়াখালী কার্যালয়ের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।