জাহাঙ্গীরকে সমর্থন আ.লীগের সহযোগী সংগঠনগুলোর

জাহাঙ্গীর কবির
জাহাঙ্গীর কবির

বরগুনা-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বরগুনা জেলা যুবলীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগ দুজনকে মনোনয়নের চিঠি দিয়েছে। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবির। দুই নেতার মনোনয়ন নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।

এমন পরিস্থিতিতে গতকাল সোমবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে জাহাঙ্গীর কবিরকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ–সহযোগী সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন। এ সময় শ্রমিক লীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সাহাব উদ্দিন বলেন, ৫০ বছরের বেশি সময় ধরে জাহাঙ্গীর কবির রাজনীতি করছেন। তিনি দীর্ঘ সময় ধরে জেলা আওয়ামী লীগের হাল ধরে আছেন। যেকোনো সংকট মোকাবিলা করেছেন আন্তরিকতার সঙ্গে। তাই বরগুনা জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ–সহযোগী সংগঠনের নেতারা আজ ঐক্যবদ্ধ হয়ে জাহাঙ্গীর কবিরকে অকুণ্ঠ সমর্থন জানাচ্ছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহাঙ্গীর কবিরকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া হয়। লিখিত বক্তব্যে বলা হয়, এ আসনে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার হচ্ছে। ত্যাগী নেতা–কর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। নানা অনিয়ম-দুর্নীতির কারণে দলীয় নেতা-কর্মীসহ 

সর্বস্তরের সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। তৃণমূলের নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ জনতা এখন ঐক্যবদ্ধভাবে জাহাঙ্গীর কবিরকে সমর্থন জানিয়েছে। এ আসন থেকে জাহাঙ্গীর কবিরের মনোনয়ন বহাল না থাকলে জেলা পর্যায়ে তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হবেন। পরে দলীয় ঐক্য ধরে রাখা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি ইমাম হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন সোহাগ, জাতীয় শ্রমিক লীগ বরগুনার আহ্বায়ক মো. আবদুল হালিম মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।