মনোনয়নপ্রার্থী ২৩৪ জনের আপিল ইসিতে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত ২৩৪টি আপিল নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইসি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার আপিলকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, গণফোরামের রেজা কিবরিয়া, জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার ও মাসুদ পারভেজ। গতকাল সোমবার ৮৪টি আপিল জমা পড়েছে। আগামীকাল বুধবার আপিলের শেষ দিন।

এর আগে ইসি জানায়, সারা দেশে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৩, ৪ ও ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের ওপর শুনানি হবে ৬, ৭ ও ৮ ডিসেম্বর।

প্রসঙ্গত, আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর, আর নির্বাচনী প্রচারের শেষ দিন ২৮ ডিসেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত ৩০ ডিসেম্বর।