তারামন ও আনোয়ারকে স্মরণ করলো ডিইউপিএস

তারামন বিবি ও আনোয়ার হোসেনের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা, ৪ ডিসেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
তারামন বিবি ও আনোয়ার হোসেনের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা, ৪ ডিসেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন

‘আনোয়ার হোসেনই প্রথম বাংলাদেশে আধুনিক ফটোগ্রাফির ধারা শুরু করেন। তাঁকে নিয়ে আমরা গর্ব করি।’ প্রয়াত আলোকচিত্রী ও সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন সম্পর্কে এ কথা বলেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মুস্তাফা।

সদ্য প্রয়াত বীর প্রতীক তারামন বিবি এবং আনোয়ার হোসেনকে শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য প্রাঙ্গণে স্মরণসভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস)। স্মরণসভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য আলোকচিত্রী গোলাম মুস্তাফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরীন আহমাদ, সংগঠনের সভাপতি মিমু দাশ, সাধারণ সম্পাদক খালিদ হাসান প্রমুখ।

তারামন বিবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নাসরীন আহমাদ বলেন, ‘১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারামন বিবিকে বীর প্রতীক খেতাব দিয়ে সম্মানিত করেন। তারপর তিনি যেন হারিয়েই গিয়েছিলেন। তারামন বিবি ভাতও রেঁধেছেন, মুক্তিযুদ্ধে বন্দুকও ধরেছেন। তাঁর মতো আরও অনেক বীরাঙ্গনা হয়তো আছে, তাদেরও আমাদের খুঁজে বের করে আনতে হবে।’ আনোয়ার হোসেন সম্পর্কে তিনি বলেন, ‘সুন্দর বাংলাদেশকে আনোয়ার হোসেন দেশে-বিদেশে তুলে ধরে ছিলেন।’

জাতীয় সংগীতের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়। সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা, ৪ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
জাতীয় সংগীতের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়। সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা, ৪ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

গোলাম মুস্তাফার দীর্ঘ দিনের সহযোদ্ধা আনোয়ার হোসেন। তিনি তাঁর স্মৃতিচারণা করেন এবং নতুন প্রজন্মকে আনোয়ার হোসেনের কর্ম ও চেতনা ধারণ করার আহ্বান জানান। আলোচনা শেষে তারামন বিবি ও আনোয়ার হোসেনের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথি ও অন্যরা।

স্মরণসভার পাশাপাশি স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য প্রাঙ্গণের একদিকে আনোয়ার হোসেনের তোলা কিছু আলোচিত ছবি নিয়ে প্রদর্শনীরও আয়োজন করে ডিইউপিএস।