বিএনপির নবী উল্লার ২২১ মামলা

একাদশ সংসদ নির্বাচন
একাদশ সংসদ নির্বাচন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. নবী উল্লার ১ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ১৫৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে। এর মধ্যে স্থাবর সম্পত্তি ৩৩ লাখ ৯৩ হাজার ৯৬০ টাকা। অস্থাবর সম্পত্তি ১ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ১৯৭ টাকা। তবে অস্থাবর সম্পত্তির মধ্যে নবী উল্লার চেয়ে তাঁর স্ত্রীর সম্পত্তি দেড় গুণের বেশি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে নবী উল্লার জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এই হলফনামায় তাঁর বিরুদ্ধে বর্তমানে ২২১টি মামলার কথা উল্লেখ রয়েছে। এসব মামলায় জামিনে আছেন তিনি।
হলফনামা অনুযায়ী, বর্তমানে অস্থাবর সম্পত্তির মধ্যে নবী উল্লার হাতে নগদ ৩৩ লাখ ৫৫ হাজার ৬৫১ টাকা রয়েছে। তাঁর স্ত্রীর হাতে নগদ রয়েছে ৭২ লাখ লাখ ৮ হাজার ৩৭৩ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নবী উল্লার জমা রয়েছে ৬ হাজার ৬০ টাকা। এ ক্ষেত্রে তাঁর স্ত্রীর জমা রয়েছে ১৬ হাজার ৬১৩ টাকা। মোটর গাড়ির দাম দেখানো হয়েছে ৮ লাখ ৫০ হাজার টাকা।
নবী উল্লা বিয়ের সময় উপহার হিসেবে ৪০ ভরি স্বর্ণ পেয়েছিলেন। সেগুলো এখনো আছে, তবে স্বর্ণের দর তাঁর জানা নেই। আর হলফনামায় স্ত্রীর স্বর্ণের পরিমাণও উল্লেখ নেই। ইলেকট্রনিকস সামগ্রীর মধ্যে তাঁর বাসায় দুটি এসি, দুটি ফ্রিজ, একটি টেলিভিশন, তিনটি পাখা রয়েছে। এসব ইলেকট্রনিকস সামগ্রীর দাম ধরা হয়েছে ২ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া আসবাব আছে ১ লাখ ৭০ হাজার টাকার।
নবী উল্লার স্থাবর সম্পত্তির মধ্যে তাঁর ২০ লাখ ৭৬ হাজার ৯৬০ টাকার অকৃষি জমি রয়েছে। স্ত্রীর নামে অকৃষি জমি রয়েছে ১৩ লাখ ১৭ হাজার টাকার। স্বশিক্ষিত নবী উল্লার আয়ের একমাত্র উৎস ব্যবসা। এই খাতে তাঁর বার্ষিক আয় ৬ লাখ ১৫ হাজার ২০০ টাকা।