মোরশেদ খান টিকে গেলেন, মীর হেলালের হলো না

এম মোরশেদ খান
এম মোরশেদ খান

বিএনপি নেতা এম মোরশেদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আজ শনিবার সকালে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

বিদ্যুৎ বিল খেলাপি ও শিক্ষাগত যোগ্যতার সনদ না দেওয়ার কারনে তাঁর প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়। পরে তিনি এর বিরুদ্ধে আপিল করেন। এতে মোর্শেদ খানের ভোটে অংশ নেওয়ার পথ খুলল।

মীর হেলাল উদ্দিন
মীর হেলাল উদ্দিন



আজ চট্টগ্রাম-৫ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে মীর হেলাল উদ্দিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে মামলা থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এতে ওই আসন থেকে মীর হেলাল বিএনপির প্রার্থী হতে পারছেন না।

৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।