৭৪ আসনে সিপিবির প্রার্থী যাঁরা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৭৪টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সিপিবির প্রার্থীরা দলের প্রতীক ‘কাস্তে’ নিয়ে নির্বাচন করবেন।

সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি দাবি করেন, নৌকা ও ধানের শীষ ১ শতাংশ মানুষের স্বার্থ রক্ষাকারী। আর বাম গণতান্ত্রিক জোট ৯৯ শতাংশ মানুষের স্বার্থ রক্ষাকারী। সিপিবিসহ আটটি দল মিলে গঠিত হয়েছে বাম গণতান্ত্রিক জোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি মনোনীত প্রার্থীরা হলেন পঞ্চগড়-২ আশরাফুল আলম, ঠাকুরগাঁও-৩ প্রভাত সমীর শাজাহান আলম, দিনাজপুর-৩ বদিউজ্জামান, দিনাজপুর-৪ রিয়াজুল ইসলাম, রংপুর-৬ কামরুজ্জামান, কুড়িগ্রাম-২ উপেন্দ্র নাথ রায়, কুড়িগ্রাম-৩ দেলোয়ার হোসেন, গাইবান্ধা-২ মিহির ঘোষ, গাইবান্ধা-৫ যজ্ঞেশ্বর বর্মণ, বগুড়া-৫ সন্তোষ পাল, বগুড়া-৬ আমিনুল ফরিদ, নওগাঁ-৪ ফজলুর রহমান, রাজশাহী-২ এনামুল হক, সিরাজগঞ্জ-৩ শেখ মোস্তফা নূরুল আমিন, কুষ্টিয়া-২ ওয়াহেদুজ্জামান, বাগেরহাট-২ খান সেকেন্দার আলী, বাগেরহাট-৪ শরীফুজ্জামান, খুলনা-১ অশোক সরকার, খুলনা-২ এইচ এম শাহাদাৎ, খুলনা-৫ চিত্তরঞ্জন গোলদার, খুলনা-৬ সুভাষ ছানা, সাতক্ষীরা-১ মো. আজিজুর রহমান (সমর্থিত), পটুয়াখালী-১ মতলেব মোল্লা, পটুয়াখালী-২ শাহাবুদ্দিন আহমেদ, ভোলা-১  সোহেল আহমেদ, পিরোজপুর-১ তপন বসু, পিরোজপুর-২ হাজি হামিদ, পিরোজপুর-৩ দিলীপ কুমার, টাঙ্গাইল-২ জাহিদ হোসেন খান, জামালপুর-২ মনজুরুল আহসান খান, জামালপুর-৩ শিবলুল বারী (সমর্থিত), জামালপুর-৫ আলী আক্কাস, শেরপুর-১ আফিল শেখ, ময়মনসিংহ-৩ হারুন আল বারী, ময়মনসিংহ-৪ এমদাদুল হক, নেত্রকোনা-১ আলকাছউদ্দিন মীর, নেত্রকোনা-২ মোশতাক আহমেদ, নেত্রকোনা-৩ আনোয়ার হোসেন, নেত্রকোনা-৪ জলি তালুকদার, কিশোরগঞ্জ-১ এনামুল হক, কিশোরগঞ্জ-২ নূরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ এনামুল হক, কিশোরগঞ্জ-৫ ফরিদ আহাম্মদ, মুন্সিগঞ্জ-১ সমর দত্ত, মুন্সিগঞ্জ-৩ শ ম কামাল হোসেন, ঢাকা-১ আবিদ হোসেন, ঢাকা-২ সুকান্ত শফী চৌধুরী, ঢাকা-৬ আবু তাহের, ঢাকা-১৩ আহসান হাবিব, ঢাকা-১৪ রিয়াজউদ্দিন, ঢাকা-১৫  সাজেদুল হক রুবেল, গাজীপুর-২ জিয়াউল কবীর, গাজীপুর-৪ মানবেন্দ্র দেব, নরসিংদী-৪ কাজী সাজ্জাদ জহির চন্দন, নারায়ণগঞ্জ-১ মো. মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ-২ হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আবদুস সালাম, নারায়ণগঞ্জ-৪ ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ মন্টু ঘোষ, ফরিদপুর-৩ রফিকুজ্জামান, ফরিদপুর-৪ আতাউর রহমান, শরীয়তপুর-১ মোদাচ্ছের হোসেন (সমর্থিত), শরীয়তপুর-৩ সুশান্ত ভাওয়াল, সুনামগঞ্জ-২ নিরঞ্জন দাশ, হবিগঞ্জ-৩ পীযূষ চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া-২ ঈসা খান, ব্রাহ্মণবাড়িয়া-৩ শাহরিয়ার মো. ফিরোজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ শাহীন খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ সৈয়দ মোহাম্মদ জামাল, কুমিল্লা-৫ আবদুল্লাহ আল ক্বাফী, নোয়াখালী-৩ মজিবুল হক, চট্টগ্রাম-৮ সেহাব উদ্দিন, চট্টগ্রাম-৯ মৃণাল চৌধুরী, চট্টগ্রাম-১৪ আবদুল নবী।