জোটের বাইরেও ইনুর জাসদের ৪ প্রার্থী

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

১৪ দলীয় জোটের বাইরেও ৪ প্রার্থী থাকছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)। ওই পাঁচ প্রার্থী মশাল নিয়ে ভোটে থাকবেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব বরাবর আজ রোববার পাঠানো চিঠিতে এ কথা জানিয়েছেন দলটির প্রধান হাসানুল হক ইনু।

এঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে শাহ জিকরুল আহমেদ, গাইবান্ধা-৩ আসনে এস এম খাদেমুল ইসলাম খুদি, রংপুর-২ আসনে কুমারেশ চন্দ্র্র রায় ও বরিশাল-৬ আসনে মো. মোহসীন। হাসানুল হক ইনু এই প্রার্থীদের মশাল প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য ইসির প্রতি অনুরোধ জানিয়েছেন। আরেক চিঠিতে ১৪ দলীয় জোটের হয়ে তাঁর দলের ৩ প্রার্থীর অংশ নেওয়ার কথা জানিয়েছেন ইনু। তাঁদের জন্য নৌকা প্রতীক বরাদ্দের অনুরোধ জানিয়েছেন। এঁরা হলেন, কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, ফেনী-১ আসনে শিরীন আখতার ও বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন।

১৪ দলীয় জোটের নেতা হাসানুল হক ইনু সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।