খাদ্যমন্ত্রীর জন্য ভোট চাইলেন সাঈদ খোকন

খাদ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। কামরাঙ্গীরচর, ঢাকা, ১২ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
খাদ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। কামরাঙ্গীরচর, ঢাকা, ১২ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

ঢাকা-২ আসনের সাংসদ খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। খাদ্যমন্ত্রীকে আবার এই আসনে সাংসদ নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার বিকেলে কামরাঙ্গীরচরের ইসলাম নগরের কেন্দ্রীয় ঈদগা মাঠে নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান সাঈদ খোকন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ও কামরাঙ্গীরচরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই নির্বাচনী জনসভার আয়োজন করে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীরচর থানা কমিটি। মেয়র সাঈদ খোকন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির ১ নম্বর কার্যনির্বাহী সদস্য। এই কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সাঈদ খোকন বলেন, কামরাঙ্গীরচর আগে ছিল সুলতানগঞ্জ ইউনিয়ন। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ তথা নাগরিক সুযোগ-সুবিধা বলতে তেমন কিছুই ছিল না। ঢাকার লালবাগ-হাজারীবাগের পাশে থেকেও এই এলাকার মানুষ অনেক পিছিয়ে ছিলেন। এখন সে অবস্থার উত্তরণ ঘটেছে। তিনি বলেন, ২০০৮ সালে কামরাঙ্গীরচর তথা ঢাকা-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এরপর তাঁর উদ্যোগে এই এলাকাটি ডিএসসিসির আওতাধীন হয়। এর মধ্যে গত তিন বছরে ৩০০ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়নকাজ করেছে ডিএসসিসি। এখন কামরাঙ্গীরচরের কোথাও ভাঙা বা চলাচলের অনুপযোগী রাস্তা খুঁজে পাওয়া যাবে না। সন্ধ্যার পর পুরো এলাকা এলইডি বাতির আলোয় আলোকিত। এই উন্নয়নকাজের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন স্থানীয় সাংসদ কামরুল ইসলাম। তাই ভবিষ্যতে এই এলাকার আরও উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘কামরাঙ্গীরচর তথা ঢাকা-২ আসনের মানুষের ভালোবাসায় আমি টানা দুইবার এই আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছি। নাগরিকদের সেবায় এই চর এলাকায় স্কুল, কলেজ, হাসপাতাল, কমিউনিটি সেন্টারসহ অসংখ্য উন্নয়নকাজ করেছি। এখন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবার নির্বাচিত করতে নাগরিকদের প্রতি আহ্বান জানাই।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেন, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক সোলায়মান মাতব্বর, ডিএসসিসির ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম মাতব্বর প্রমুখ বক্তব্য দেন। জনসভায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।