নওফেলের পক্ষে নুরুল ইসলামের গণসংযোগ

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী মুহিবুল হাসান চৌধুরীর পক্ষে গণসংযোগ করেন। গতকাল সকাল ১০টায় চকবাজারের মিসকিন শাহ মাজার এলাকায়।  প্রথম আলো
সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী মুহিবুল হাসান চৌধুরীর পক্ষে গণসংযোগ করেন। গতকাল সকাল ১০টায় চকবাজারের মিসকিন শাহ মাজার এলাকায়। প্রথম আলো

চট্টগ্রাম–৯ (কোতোয়ালি) আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে গণসংযোগ করেছেন সদ্য সাবেক মন্ত্রী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি। গতকাল নওফেল নুরুল ইসলামের খুলশীর বাসায় সাক্ষাৎ শেষে দুজন গণসংযোগে বের হন।

সকাল সাড়ে নয়টার দিকে নগরের খুলশীতে নুরুল ইসলামের বাসায় যান নওফেল। সেখানে নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী সানোয়ারা ইসলামের পায়ে হাত দিয়ে সালাম করেন নওফেল।

নওফেলকে এ সময় নুরুল ইসলাম বলেন, ‘তুমি আমার ছেলের মতো। নেত্রী তোমাকে মনোনয়ন দিয়েছেন। অবশ্যই তোমার জন্য কাজ করব। আমি বাকলিয়ায় অনেক কাজ করেছি। সেখানে আমার ভোট আছে। আমি বাকলিয়ার ভোট যাতে নৌকায় আসে, তার জন্য সর্বশক্তি নিয়ে কাজ করব।’

জানতে চাইলে নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নওফেলকে নিয়ে বাকলিয়া এলাকায় গণসংযোগ করেছি। সে আমাদের প্রার্থী। তাকে জয়ী করতে হবে।’

এর আগে নুরুল ইসলাম গত বুধবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ছিলেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম–৯ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি একই আসনে মনোনয়ন চেয়েছিলেন।