অবশেষে প্রচারণা শুরু করেছেন কনকচাঁপা

সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির প্রার্থী রুমানা মোর্শেদ কনকচাঁপা প্রথমবারের মতো নির্বাচনী প্রচার চালান। গতকাল কাজীপুর উপজেলার সোনামুখী বাজারে।  ছবি: প্রথম আলো
সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির প্রার্থী রুমানা মোর্শেদ কনকচাঁপা প্রথমবারের মতো নির্বাচনী প্রচার চালান। গতকাল কাজীপুর উপজেলার সোনামুখী বাজারে। ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সিরাজগঞ্জ সদরের আংশিক) আসনে গণসংযোগ ও ভোটারের কাছে ভোট প্রার্থনা করলেন বিএনপির প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

গতকাল শুক্রবার দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করেন কনকচাঁপা। এ সময় তাঁর স্বামী সুরকার মইনুল ইসলাম তাঁর সঙ্গে ছিলেন। তবে বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।

ভোট প্রার্থনার সময় কনকচাঁপা বলেন, ‘প্রচারণায় সরাসরি বাধা না দেওয়া হলেও মুঠোফোনে হুমকির সম্মুখীন হতে হয়েছে। তারপরও আমার মতো করেই প্রচারণা চালাতে হবে। আমার ভরসা সাধারণ মানুষ। আমি মানুষের ভালোবাসা পাচ্ছি। আমার বিশ্বাস, ভোটাররা যদি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে আমি ভালো ফলাফল করব। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

কনকচাঁপার গণসংযোগের সময় তাঁকে নিরাপত্তা দিতে পুলিশ ছিল। তা ছাড়া আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী ও সমর্থক কিছুটা দূরত্ব বজায় রেখে তাঁর সঙ্গে হেঁটেছেন বলেও জানা গেছে। প্রায় আধা ঘণ্টা প্রচারণা চালানোর পর কনকচাঁপা কোথাও চলে যান।

এর আগে কনকচাঁপা অভিযোগ করেছিলেন, তাঁকে মুঠোফোনে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তা ছাড়া তাঁর গাড়ি অনুসরণ করে ভীতির সৃষ্টি করা হয়। এই প্রেক্ষাপটে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।