ড্রাম কাটার সময় বিস্ফোরণ, নিহত ১

ফেনীর ফুলগাজী উপজেলায় একটি খালি ড্রাম কাটার সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সীরহাট বাজারের রাকিব মেটাল ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। ধারণা করা যাচ্ছে, ড্রামটি রাসায়নিক পদার্থের ছিল।

নিহত ব্যক্তির নাম আবু বক্কর ওরফে রনি (২২)। তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বালুয়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি রাকিব মেটাল ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ সকালে আবু বক্কর ওই মেটাল ওয়ার্কশপে একটি খালি ড্রাম গ্যাস ওয়েল্ডিং যন্ত্র দিয়ে কাটছিলেন। আগুনের তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ড্রামের মুখের অংশ ছিটকে গিয়ে আবু বক্করের মাথায় সজোরে আঘাত লাগে। এতে তাঁর মাথা ফেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। 


ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম ড্রাম কাটার সময় বিস্ফোরণে আবু বক্করের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খালি ড্রামটি তেলের না রাসায়নিকের, পরীক্ষা করা ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে ওয়ার্কশপের মালিককে পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।