সরকারকে মোকাবিলা করছে বিরোধী দল

চট্টগ্রাম-১১ আসনের বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। মেহেদীবাগ, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম-১১ আসনের বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। মেহেদীবাগ, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল

আগামী রোববার সরকারের সঙ্গে বিরোধী দলের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় চট্টগ্রাম নগরের মেহেদীবাগের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু চট্টগ্রাম–১১ (পতেঙ্গা–বন্দর) আসনে বিএনপির প্রার্থী।

সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, ‘দুটি রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন হলে প্রতিযোগিতার আমেজ থাকত। কিন্তু রোববারের নির্বাচন হচ্ছে রাষ্ট্রের সঙ্গে বিরোধী দলের। ফলে রাষ্ট্রের সবগুলো সংস্থা বিরোধী দলের বিরুদ্ধে কাজ করছে। মনে হচ্ছে, সরকার মনোনয়ন দিয়েছে। আর জিতিয়ে আনার দায়িত্ব পালন করছে সরকারি সংস্থাগুলো। এ অবস্থায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা আমাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে।’

আমীর খসরু বলেন, ‘প্রথম দিকে বিএনপির নেতা–কর্মীরা পুলিশের টার্গেটে (নিশানা) ছিল। এরপর কর্মী এবং সমর্থকের বাড়িতে বাড়িতে পুলিশের অভিযান চলে। এখন বিরোধী দলের প্রার্থীদের ওপর হামলা চলছে। সারা দেশে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে ২০ লাখ মামলা হয়েছে। এসব মামলায় হাজার হাজার নেতা–কর্মী কারাগারে। এই প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা নির্বাচন করছি।’

সরকারের সমালোচনা করে আমীর খসরু বলেন, ‘পুরো নির্বাচনপ্রক্রিয়া সরকারের একটি প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নে রাষ্ট্রের সব সংস্থা কাজ করছে। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলকে মোকাবিলা করতে পারব আমরা। কিন্তু বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব নয়। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল নাকি টাকার লেনদেন করছে। জাল ব্যালট পেপার ছাপানোর প্রক্রিয়ায় নাকি যুক্ত। কিন্তু টাকা কার আছে তা দেশবাসী জানে। সুইস ব্যাংকসহ বিদেশি ব্যাংকগুলোতে খোঁজ নিলে সব জানা যাবে। আমাদের কাছে কোনো টাকা নেই। কেউ এটা বিশ্বাস করবে না। আর ব্যালট পেপার সরকারি প্রেসে ছাপা হয়। এসব বাইরে কীভাবে ছাপাবে? এসব প্রক্রিয়ার সঙ্গে বিরোধী দল জড়িত, এটাও কেউ বিশ্বাস করবে না।’

সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের ১০ কোটি ভোটার অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁরা তাঁদের প্রতিনিধি নির্বাচিত করতে চান। আমি আশাবাদী, সবকিছু উপেক্ষা করে তাঁরা ভোটকেন্দ্রে যাবেন। আমি বিশ্বাস করি, তরুণসমাজ উদ্যোগী হবে। দেশের মানুষ আইনের শাসন, মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে যখন ঐক্যবদ্ধ হয়েছে তখনই জয়ী হয়েছে।’

সবশেষে খসরু বলেন, বিএনপি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে গিয়েছে। ৩০ ডিসম্বরে শেষ মুহূর্ত পর্যন্ত এই আন্দোলনে থাকবে ঐক্যফ্রন্ট ও বিএনপি।