ঢাকায় আ. লীগ প্রার্থী আসাদুজ্জামানের বড় মিছিল

ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে বড় মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজার থেকে মিছিলটি বের করা হয়। এতে অসংখ্য নারী-পুরুষ অংশ নেন। মিছিলের সামনে ছিলেন আসাদুজ্জামান খান কামাল।

ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে মিছিল। ঢাকা, ২৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে মিছিল। ঢাকা, ২৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

মিছিলে আসাদুজ্জামানের ছবি সংবলিত পোস্টার, ব্যানার, জাতীয় পতাকা হাতে দলীয় কর্মী ও সমর্থকদের দেখা যায়। পিকআপ ভ্যানে সাউন্ড বক্স ও বড় ব্যানার চোখে পড়ে। এ ছাড়া বিভিন্ন গাড়িতে বড় বড় নৌকা বহন করতে দেখা যায়। মিছিলে মোটরসাইকেলে করে শোডাউন দেন কামালের কর্মী-সমর্থকেরা।

আ. লীগ প্রার্থী আসাদুজ্জামান খান কামালের পক্ষে মিছিলের পাশাপাশি নেতা-কর্মীদের মোটরসাইকেলে শোডাউন। ঢাকা, ২৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
আ. লীগ প্রার্থী আসাদুজ্জামান খান কামালের পক্ষে মিছিলের পাশাপাশি নেতা-কর্মীদের মোটরসাইকেলে শোডাউন। ঢাকা, ২৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

মিছিলটি বিজয় সরণি থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর হয়ে মগবাজারের দিকে যায়। মিছিল চলাকালে সড়কে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলের ফাঁকে ফাঁকে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি।

গাড়ির ওপর নৌকা নিয়ে মিছিল করেন কামালের কর্মী-সমর্থকেরা। ঢাকা, ২৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
গাড়ির ওপর নৌকা নিয়ে মিছিল করেন কামালের কর্মী-সমর্থকেরা। ঢাকা, ২৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

মিছিলে অংশ নেওয়া বেশ কয়েক জন আ. লীগ সমর্থক জানান, কাল (শুক্রবার) থেকে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যাবে। তাই আজ (বৃহস্পতিবার) তারা নৌকার পক্ষে মিছিলে অংশ নিয়েছেন।

এই আসনের কয়েক জন ভোটার বলেন, এত দিন ছোট ছোট মিছিল দেখা গেছে। কিন্তু এত বিপুলসংখ্যক মানুষ আজই প্রথম দেখা গেল। মিছিলে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন বলেও দাবি করেন তাঁরা।

কারওয়ান বাজারে মিছিল দেখতে সড়কের পাশে অনেক মানুষ দাঁড়িয়েছিলেন। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, ‘আমার দেখা এবারের নির্বাচনে ঢাকায় এটাই সবচেয়ে বড় মিছিল।’