জনগণ আমাদের কাজে খুশি: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বন্দুকের নলে নয়, চক্রান্তের চোরা বালিতে নয়, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। জনগণ আমাদের পাশে আছে। তাইতো আজ সারা বাংলাদেশে নৌকার জোয়ার, উন্নয়নের জোয়ার। কারণ জনগণ আমাদের কাজে খুশি, শেখ হাসিনার সততায় তাঁর ওপর খুশি।’ নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি এ এইচ সি সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দুপুরে এক পথসভায় এই কথা বলেন কাদের।

আগামী বার ক্ষমতায় এলে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, ‘প্রত্যেক পরিবারে একজন করে চাকরি দেব। অতীতে যত ভুল করেছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে বিজয়ী হবে আওয়ামী লীগ। নির্বাচনে নারী ও তরুণেরাই শেখ হাসিনাকে বিজয়ী করবে।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কারও উসকানিমূলক ফাঁদে পা দেবেন না। ভোটকেন্দ্রে যাতে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আপনারা সেদিকে খেয়াল রাখবেন। কেউ যাতে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে, আপনারা সে দিকে খেয়াল রাখবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের ভরা কলসি নড়বে কেন? তাঁদের খালি কলসি, সেটাই তো নড়বে। ভোট দেবেন কাজের লোক দেখে, দল দেখে নয়। আমি যে উন্নয়ন করেছি তা কোনো দল দেখে নয়।’

নিজের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী কাদের বলেন, ২২ বছরে মওদুদ আহমদ কী দিয়েছেন? আমি ক্ষমতায় থাকাকালীন আমার সব ওয়াদা রেখেছি। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। মাকড়সার জালের মতো সব রাস্তা পাকা করে দিয়েছি।

পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভির প্রমুখ।