নির্বাচন বয়কটের উছিলা খুঁজছে বিরোধীরা

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। পাশে নগর ও আশপাশের পাঁচ আসনের নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীরা। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে।  সৌরভ দাশ
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। পাশে নগর ও আশপাশের পাঁচ আসনের নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীরা। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে। সৌরভ দাশ

নানা অপপ্রচার করে বিরোধীরা নির্বাচন বয়কটের উছিলা খুঁজছে বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র এই মন্তব্য করেন। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার নির্দেশ দিন।

নগর আওয়ামী লীগ আয়োজিত এই সভায় চট্টগ্রাম নগর এবং নগর সংশ্লিষ্ট পাঁচটি আসনের নৌকা ও লাঙ্গলের পাঁচ প্রার্থী উপস্থিত ছিলেন।

তাঁরা হলেন চট্টগ্রাম-৮ আসনের মঈন উদ্দীন খান বাদল, চট্টগ্রাম-১০ আসনের আফছারুল আমীন, চট্টগ্রাম-৯ আসনের মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম- ৪ আসনের দিদারুল আলম ও চট্টগ্রাম-৫ আসনের জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ। তবে চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী এম এ লতিফ সভায় উপস্থিত ছিলেন না।

মেয়র নগরবাসীর উদ্দেশে বলেন, ‘পছন্দের প্রার্থীকে পছন্দের মার্কায় ভোট দিতে পারবেন। আপনারা ভোটকেন্দ্রে আসুন। সুষ্ঠু নির্বাচন করতে যত রকম সহযোগিতার প্রয়োজন তা করব।’

মতবিনিময় সভায় গত দুই মেয়াদে চট্টগ্রামে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প তুলে ধরেন সিটি মেয়র। তিনি বলেন, ওয়াসার দুটি প্রকল্প শেষ হয়েছে। আরও প্রকল্প চলমান। এখন নগরের ৭০ ভাগ মানুষ পানি পায়। বন্দরের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

আ জ ম নাছির বলেন, নির্বাচনে আসার আগে থেকেই তাঁরা নানা অভিযোগ করছেন। নির্বাচন ঘিরে উত্তেজনা এই উপমহাদেশের নির্বাচনী সংস্কৃতির অংশ। তাঁরা প্রচারণা চালাতে পারছেন না এমন নয়। নির্বিঘ্নে তাঁরা প্রচারণা চালাচ্ছেন। পরাজয় নিশ্চিত জেনে এখন অপপ্রচার চালাচ্ছেন।

সভায় প্রার্থীরা নিজেদের নির্বাচনী এলাকার নানা চিত্র তুলে ধরেন। চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী মঈন উদ্দীন খান বাদল বলেন, কালুরঘাট রেল সেতু না হলে ঘুমধুম পর্যন্ত রেললাইন কোন দিক দিয়ে যাবে? অবশ্যই সেতু হবে।

জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের তৃণমূলের নেতা–কর্মীরা সবাই আমার সঙ্গে আছেন। বিজয়ী হলে অতীতের মতো উন্নয়নকাজ চালিয়ে যাব।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তোলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন, কানাডা এবং ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা আমার এবং আমীর খসরু মাহমুদের সঙ্গে দেখা করেছেন। সেটাকেও তিনি রাজনীতিকরণ করছেন।’

সভায় নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, সহসভাপতি নঈম উদ্দিন আহমদ, খোরশেদ আলম, সুনীল সরকার, জহিরুল আলম দোভাষ, ইব্রাহিম হোসেন চৌধুরী, আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।