মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করে যুবক শ্রীঘরে!

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় আবদুল হাকিম (২১) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া ছিদ্দিকা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার এক মাদ্রাসাছাত্রীকে চার মাস ধরে উত্ত্যক্ত করছিলেন আবদুল হাকিম (২১)। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন আবদুল হাকিম। ওই শিক্ষার্থীর পরিবারের লোকজন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়েও কোনো বিচার পাননি। আজ মঙ্গলবার দুপুরে ওই যুবক মাদ্রাসাছাত্রীর বাড়িতে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটির মা ও পরিবারের লোকজন তা প্রত্যাখ্যান করলে ওই যুবক অ্যাসিড ছোড়ার হুমকি দেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ আবদুল হাকিমকে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া ছিদ্দিকা প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায় ওই যুবককে ১৮৬০ সালের দণ্ডবিধির ৫০৯ ধারায় তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।