কুমিল্লায় শিশুসহ ১৭ রোহিঙ্গা আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বেশ কয়েক জন শিশুসহ ১৭ রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে। উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ। পরে তাঁদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠায় কুমিল্লা জেলা প্রশাসন।

স্থানীয় থানা-পুলিশ সূত্রে জানা যায়, বাগড়া বাজারে গাড়ির জন্য রোহিঙ্গাদের একটি দল অপেক্ষা করছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশুসহ ১৭ রোহিঙ্গা শরণার্থীকে আটক করে।

আটক রোহিঙ্গারা হলেন নুরুল আমিন (৩৯), শফিকা বেগম (২৬), আবদুল্লাহ (২৭), নূর কালিমা (৬), রোকেয়া বিবি (০৪), নুর কায়দা (৩), হোসনামা বেগম (২৫), আবদুর রহমান (৬), আশরফা (৮), মো. আমিন (২৫), জাহেদা বেগম (২৩), মো. ইয়াছিন (৪), মো. রফিক (২৮), আমিনা বেগম (২৪), নূর কালিমা (৫), মো. শফিক (৩) ও মো. রশিদ (২)।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ এম শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, আটক ওই রোহিঙ্গারা জানিয়েছেন, তাঁরা কসবার পুটিয়া-শ্যামপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁদের বাড়ি মিয়ানমারের আকিয়াব ও বুচিডং এলাকায়।