খোকার পিএসের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান ও তাঁর স্ত্রী শাহনাজ ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংস্থার সহকারী পরিচালক ফারুক আহমেদ আজ বৃহস্পতিবার রাজধানীর রমনা মডেল থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়, দুজনের বিরুদ্ধে ১ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৭৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৩৬ লাখ টাকারও বেশি ঋণ নেওয়ার মিথ্যা তথ্য দিয়েছেন। এজাহারে আরও বলা হয়, মনিরুল ইসলাম খান মেয়রের এপিএস হলেও ব্যবসায়িক আয় দেখিয়েছেন। তাঁর আয়ের চেয়ে মোট সম্পদের পরিমাণ বেশি। ঋণ নেওয়ার তথ্য দিলেও এর সপক্ষে উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ প্রদর্শন করতে পারেননি।

তাঁর স্ত্রী শাহানাজ ইসলামের সম্পদ বিবরণী যাচাইয়ের সময় দেখা গেছে, গৃহিণী হওয়ার কারণে তিনি কোনো আয় করেন না। মনিরুল ইসলাম তাঁর অর্জিত অবৈধ আয়কে বৈধ করার জন্য স্ত্রী শাহানাজ ইসলামের নামে আয়কর নথি খুলে স্ত্রীর নামে ব্যবসার আয় ও ঋণ গ্রহণের মিথ্যা তথ্য প্রদর্শন করেছেন।

প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় মনিরুল ইসলামের ৭ বছরের কারাদণ্ড হয়েছে।