ভুয়া সনদে চাকরি: কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগপত্র

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে তার মাধ্যমে চাকরি নেওয়ার মামলায় পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার কমিশনের নিয়মিত সভায় এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।

দুদক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। অভিযুক্ত ওই কনস্টেবলের নাম মো. শরিফুল ইসলাম। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (উত্তর) বিভাগে কর্মরত। সিরাজগঞ্জের চৌহালী থানার কুরকী সিকদারপাড়ার বাসিন্দা শরিফুল। সূত্র জানায়, এ ঘটনায় ২০১৩ সালের ১০ নভেম্বর সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা হয়।

মামলার তদন্ত করেন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার। মামলার তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দুদক জানিয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ভুয়া বা জাল মুক্তিযোদ্ধার সনদ তৈরি, উক্ত সনদ জাল জেনেশুনে এবং জানার যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও তা ব্যবহার করে পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়েছেন শরিফুল।