সাবেক উপ-হিসাব মহানিয়ন্ত্রকের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রায় ৬৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক উপ-হিসাব মহানিয়ন্ত্রক দুলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার কমিশনের নিয়মিত সভায় এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।
দুদকের জনসংযোগ বিভাগ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, দুলাল উদ্দিন ঢাকার হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত ছিলেন। বরখাস্ত অবস্থায় তিনি বর্তমানে অবসরকালীন ছুটিতে আছেন। তাঁর বিরুদ্ধে গত বছরের জানুয়ারিতে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা করে দুদক। এজাহারে তাঁর বিরুদ্ধে ৬৮ লাখ টাকারও বেশি সম্পদের তথ্য গোপন করা এবং প্রায় ৭৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
তদন্তে দেখা গেছে, তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ প্রায় ৬৯ লাখ এবং গোপন করা সম্পদের পরিমাণও তা-ই।
এদিকে দুলাল উদ্দিনের স্ত্রী তাহমিনা আক্তার শিউলিকেও সম্পদ বিবরণীর নোটিশ দিয়েছে দুদক। কোনো আয় না থাকার পরও প্রায় ৪৫ লাখ টাকার সম্পদের তথ্যপ্রমাণ দুদকের হাতে রয়েছে।