দুই জেলার সড়কে গেল চার প্রাণ

চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। চট্টগ্রামে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় ও চাঁপাইনবাবগঞ্জে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় পৃথক দুই দুর্ঘটনা এসব প্রাণহানি ঘটে।

চট্টগ্রাম
গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম ইপিজেড থানাধীন ইপিজেড মোড়ে একটি লরি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে দুজন আরোহী গুরুতর আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম মো. রাজু। বাড়ি বরগুনায়। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সেখানে উদ্ধার তৎপরতা চালায়।

চাঁপাইনবাবগঞ্জ
জেলার কল্যাণপুরে রোহনপুর-নাচোল সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। আজ সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান প্রথম আলোকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৩২), মসিউর রহমান (৩২)। দুজনের বাড়িই জেলার গোমস্তাপুর উপজেলায়। দুজন চাঁপাইনবাবগঞ্জ শহরের আসছিলেন পারিবারিক কাজে। তখন কল্যাণপুরে ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। দুজনের লাশ সদর হাসপাতালে আছে।

এ নিয়ে ৬৮৩ দিনে এই চারজনসহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ হাজার ৯২৩ জনের।