হাইকোর্ট মাজারে চুরি: গ্রেপ্তার চারজন আনসার সদস্য নন

হাইকোর্ট মাজারের সিন্দুকের তালা ভেঙে দান করা টাকা চুরির ঘটনার মামলায় গ্রেপ্তার চার ব্যক্তি আনসার সদস্য নয়। ৭ জানুয়ারি প্রথম আলো অনলাইনে প্রকাশিত ‘হাইকোর্ট মাজারে চুরি: চার আনসার সদস্য রিমান্ডে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপ পরিচালক ও জেলা কমান্ড্যান্টের সই করা প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, হাইকোর্ট মাজারের সিন্দুকের তালা ভেঙে দান করা টাকা চুরির ঘটনায় চার আনসার সদস্যকে রিমান্ডে নিয়েছে পুলিশ। প্রকৃতপক্ষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ঢাকার পক্ষ হতে তদন্তে জানা যায়, উল্লিখিত চারজন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য নয়। তারা সিকিউরিটি গার্ড হিসেবে হাইকোর্ট মাজারে কর্মরত ছিলেন। প্রকাশিত সংবাদটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি ও মান মর্যাদা ক্ষুণ্ন করেছে।’

প্রতিবেদকের বক্তব্য:
হাইকোর্ট মাজারের সিন্দুকের তালা ভেঙে দান করা টাকা চুরির ঘটনার মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে আলাউদ্দিনকে (২৬) গ্রেপ্তার করে ৭ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। এ ছাড়া একই মামলায় গত ৪ জানুয়ারি গ্রেপ্তার করে শাহাজান মিয়া (৫২), আবদুর রাজ্জাক (৪৫) ও মোতালেব হোসেনকে (৪৫) ঢাকার আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার চার ব্যক্তি এখন কারাগারে আছেন।

গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে হাইকোর্ট মাজারের সিলগালা করা তালা ভেঙে সিন্দুক থেকে বিভিন্ন বৈদেশিক মুদ্রাসহ ৪৯ লাখ ৫ হাজার ৫৫৭ টাকা চুরির ঘটনায় শাহবাগ থানায় ২৩ ডিসেম্বর মামলা হয়। মামলার এজাহারে শাহজাহানকে আনসার কমান্ডার, মোতালেবকে আনসার উল্লেখ করা হয়।

প্রথম আলো অনলাইনে প্রকাশিত সংবাদে মামলার এজহারে থাকা তথ্য উল্লেখ করা করেছে।