অনৈতিক তদবির প্রশ্রয় দেবেন না, মৎস্য প্রতিমন্ত্রী

নতুন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খানকে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সচিবালয়, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: পিআইডি
নতুন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খানকে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সচিবালয়, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: পিআইডি

নতুন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান বলেছেন, তাঁর মন্ত্রণালয়ে কোনো রকম দুর্নীতি ও অস্বচ্ছতা সহ্য করা হবে না। অনৈতিক তদবির প্রশ্রয় দেওয়া হবে না।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কার্যভার গ্রহণ করেছেন। তখন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দায়িত্ব তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পালন করবেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশ ও জনগণের কল্যাণেই শুধু কাজ করবেন।

পরে প্রতিমন্ত্রী নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু সাইদ মো. রাশেদুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক প্রমুখ বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ জনের নতুন মন্ত্রিসভার সদস্যরা গত সোমবার শপথ গ্রহণ করেন। এবারের মন্ত্রিসভায় ২৭ জন জীবনে প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এই ২৭ জনের ১ জন মৎস্য প্রতিমন্ত্রী। তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।