দুই দিনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি ১০৫৭টি

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। দলটির দপ্তর থেকে জানানো হয়েছে, দুই দিনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৫৭টি। এর মধ্যে ২৫০টি ফরম জমা পড়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে দলের ধানমন্ডি কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া কার্যক্রম শুরু হয়।

মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনের ‍কার্যক্রম পরিদর্শন শেষে আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ত্যাগী ও রাজপথে সক্রিয় নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। রাজপথের আন্দোলন-সংগ্রামে যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, মনোনয়নে তাঁরা অগ্রাধিকার পাবেন।

সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রধানের রাজনৈতিক কার্যালয়ের চিত্র। ধানমন্ডি, ঢাকা, ১৬ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রধানের রাজনৈতিক কার্যালয়ের চিত্র। ধানমন্ডি, ঢাকা, ১৬ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

চিত্রনায়িকা মৌসুমী, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, অভিনেত্রী তারিন গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চলচ্চিত্র ও অভিনয় জগতের তারকাদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সারাহ বেগম কবরী, সুজাতা, ফাল্গুনী হামিদ, সুবর্ণা মুস্তাফা, অঞ্জনা, দিলারা, শমী কায়সার, শাহনূর, অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতি। তারকা ছাড়াও বিভিন্ন পেশার নারীরাও সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র নিতে এসেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, সঙ্গে ছিলেন রোকেয়া প্রাচী। ধানমন্ডি, ঢাকা, ১৬ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
মনোনয়নপত্র নিতে এসেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, সঙ্গে ছিলেন রোকেয়া প্রাচী। ধানমন্ডি, ঢাকা, ১৬ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

জাতীয় সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে ১ এপ্রিলের মধ্যে সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে। আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪ হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি করে। আওয়ামী লীগ বিক্রি করে ৪ হাজার ২৩টি । ফরম বিক্রির দিক থেকে তৃতীয় স্থানে ছিল এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)।