আগের কথা ভুলে যান, নিজেদের শুধরে নিন

মো. আশরাফ আলী খান
মো. আশরাফ আলী খান

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান বলেছেন, ‘আগে যা ছিল তা ভুলে যান। নিজেদের শুধরে নিন। সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’ আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান বলেন, ‘আমার ও আমার পরিবারের লোকজনের কাছ থেকে কোনো রকম তদবির বা অনৈতিক প্রস্তাব পাবেন না। আমার জীবনে আর চাওয়া–পাওয়ার কিছু নেই। যা না চেয়েছি, তারও বেশি পেয়েছি। সে জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। মানুষ ভালোবেসে আমাকে ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করায় তাঁদের প্রতি আমি ঋণী।’

জেলা প্রশাসন আয়োজিত সভার শুরুতে প্রতিমন্ত্রী এক এক করে প্রায় প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের চলমান কাজ ও পরিকল্পনা জানতে চান। এ সময় তিনি জেলা সড়ক ও জনপথ বিভাগ (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিভাগ (এজিইডি), গণপূর্ত বিভাগ, জেলা প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট, রেলসহ বেশ কয়েকটি বিভাগের কর্মকর্তাদের সতর্ক করেন। বিশেষ করে কয়েকটি সেতুর কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলমান থাকা, জেলার সঙ্গে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সংযোগ সড়ক বছরের পর বছর চলাচলের অনুপযোগী হওয়ায় সওজ ও এলজিইডি নির্বাহী প্রকৌশলীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান বলেন, ‘আগে যা ছিল তা ভুলে যান। এখন নিজেদের শুধরে নিন। গতি ফিরিয়ে আনুন। দুর্নীতিতে সরকার এখন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডেকে নিয়ে বসে প্রথম দিনেই বলেছেন “সন্ত্রাস-মাদক ও দুর্নীতিমুক্ত করতে হবে। গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে হবে। না হলে তোমাদের যেভাবে তৃণমূল থেকে তুলে এনেছি সেইভাবেই নিক্ষেপ করা হবে।” তাই এই বিষয়ে কোনো আপস চলবে না। ’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমার কাছ থেকে কখনো অন্যায় প্রস্তাব পাবেন না। ভালো কাজে আমার দরজা সবার জন্য খোলা। যখন ইচ্ছা তখন আপনারা আমার কাছে যেতে পারবেন। আমাকে ফোন করবেন। আমি সবার ফোনেই সাড়া দিই। মানুষের কল্যাণের স্বার্থে সততা ও আস্থার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের অনেক দায়িত্ব। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে সবার সহযোগিতাই রয়েছে।’

মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে মো. আশরাফ আলী খান বলেন, এবার এই খাতে সাড়ে চার হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নেত্রকোনা যেহেতু হাওরাঞ্চল, এখানে ছোট-বড় ১৩৪টি হাওর রয়েছে, সেহেতু এ জেলায় একটি মৎস্য গবেষণাকেন্দ্র স্থাপন করা হবে।

এর আগে প্রতিমন্ত্রী সকাল নয়টার দিকে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও নেত্রকোনা সরকারি কলেজে মতবিনিময় করেন। সেখানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে ও তাদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে বলেন।

পরে মন্ত্রী সদরের মৌগাতি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।