খুদে গণিতপ্রেমীরা কুয়াশার মধ্যেই হাজির

ব্রাহ্মণবাড়িয়ায় খুদে গণিতপ্রেমীরা। ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ায় খুদে গণিতপ্রেমীরা। ছবি: প্রথম আলো

সকাল আটটা। কুয়াশা পুরোপুরি কাটেনি। এর মধ্যেই খুদে গণিতপ্রেমীরা ব্রাহ্মণবাড়িয়ার গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে উপস্থিত। তাদের সঙ্গে আছেন অভিভাবকেরা। শিক্ষার্থী ও অভিভাবকেরা ভিড় করছেন আসন খুঁজতে। শিক্ষার্থীদের আগমনে মুখরিত বিদ্যালয়ের প্রাঙ্গণ।

আজ শনিবার সকাল সাড়ে নয়টায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব ২০১৯ সালের বাছাই পর্ব শুরু হয়েছে। শুরুতেই ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর গভর্নমেন্ট মডেল গার্লস স্কুলের সহকারী শিক্ষক ফাতেমা তানজিম স্বাগত বক্তব্য দেন। সকালের এই অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন। সকাল ১০টা পাঁচ মিনিটে এক ঘণ্টার গণিত পরীক্ষা শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় খুদে গণিতপ্রেমীরা। ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ায় খুদে গণিতপ্রেমীরা। ছবি: প্রথম আলো

বিভিন্ন বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায়ে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিম্ন মাধ্যমিক, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা মাধ্যমিক এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পর্যায়ের গণিত বাছাই পরীক্ষায় অংশ নেয়। অন্তত ৬২২ পরীক্ষার্থী ডাচ-বাংলা ব্যাংক গণিত উৎসবে অংশ নেয়।

ব্রাহ্মণবাড়িয়ায় খুদে গণিতপ্রেমীরা। ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ায় খুদে গণিতপ্রেমীরা। ছবি: প্রথম আলো

বন্ধুসভার সদস্যরা পরীক্ষার আনুষঙ্গিক দায়িত্ব পালন করেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সদস্য মাহির ফারহান খান ও সৈকত ভৌমিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন।