ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এসআই প্রত্যাহার

এক ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তির নাম সালাউদ্দিন দেওয়ান। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, গত রোববার রাতে নগরের পাইকপাড়া এলাকার বাড়ি থেকে সালাউদ্দিনকে আটক করে থানায় নিয়ে যান সদর মডেল থানা-পুলিশের এসআই নাজমুল। পরে তাঁকে ১০০টি ইয়াবাসহ গ্রেপ্তার দেখায় পুলিশ। সোমবার আদালত তাঁকে কারাগারে পাঠান।

সালাউদ্দিন দেওয়ানের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে ধরে নিয়ে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দিয়েছে। তাঁকে ছেড়ে দেওয়ার জন্য পরিবারের সদস্যদের কাছে ৫ লাখ টাকাও দাবি করে পুলিশ। এ সময় থানায় সালাউদ্দিনকে মারধর করা হয়েছে বলেও তাঁদের অভিযোগ।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাইকপাড়ার বাসিন্দা আবদুল কাদির বলেন, সালাউদ্দিন ভালো ছেলে। তাঁকে ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গণমাধ্যমে সংবাদ আসার পরিপ্রেক্ষিতে এসআই নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।