দুদকের জনসংযোগ কর্মকর্তার ভুয়া পিএ গ্রেপ্তার

দুদক
দুদক

দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্যের পিএ পরিচয় দিয়ে অবৈধ অর্থ নেওয়ার সময় হাতেনাতে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সংস্থাটি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুদক জানায়, নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলীকে টেলিফোনে দুদকের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন হাসান মুন্না ওরফে রফিক (২৪)। তাঁর কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। তিনি বিষয়টি দুদককে জানালে কমিশনের গোয়েন্দা ইউনিটের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করা হয়। উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞার নেতৃত্বে দলের সদস্যরা ছিলেন উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান, সহকারী পরিচালক জাহিদ কালাম ও মুহাম্মদ জয়নাল আবেদীন।

দুদকের বিশেষ দলটি বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টেনের ভিআইপি রোডের গোল্ডেন প্লেট রেস্টুরেন্ট থেকে অভিযুক্ত হাসান মুন্না ওরফে রফিককে গ্রেপ্তার করে। এ বিষয়ে রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।