বাড়ির কাছে জমিতে তরুণের লাশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকায় নিজ বাড়ির অদূরে ধানি জমি থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে গ্রামবাসী তরুণের লাশ পড়ে থাকতে দেখে জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পুলিশ প্রাথমিক অবস্থায় জানিয়েছে, তরুণের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তরুণের নাম কামাল মিয়া (১৮)। তাঁর বাড়ি শরীফপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে। বাবার নাম বাতি মিয়া। পেশায় রাজমিস্ত্রি ছিলেন কামাল।

গ্রামবাসীর ভাষ্য, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে কামাল বাজার করে বাড়িতে আসেন। বাজার রেখে তিনি বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। কামালের বাড়ির অদূরে ধানি জমিতে আজ সকালে তাঁর লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে গ্রামবাসী। ঘটনাস্থল থেকে ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার দূরত্ব মাত্র ১ কিলোমিটার।

শরীফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে কামাল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে ধানি জমিতে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। তাঁর গায়ে জ্যাকেট ও হাতে মুঠোফোন ছিল।

কুলাউড়া থানা-পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তরুণের মৃত্যুর কারণ জানা যাবে।