চলছে বই বাঁধাই

>দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। ঢাকার বাংলাবাজারের বইপাড়া সারা বছরই ব্যস্ত থাকে, কিন্তু বইমেলাকে কেন্দ্র করে এখানকার ছাপাখানা ও বাঁধাইখানাগুলোতে ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়। দিন-রাত বই বাঁধাইয়ের কাজ করছেন বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট মানুষেরা। এবারের মেলায় প্রকাশিতব্য বেশির ভাগ নতুন বইয়ের ছাপার কাজ শেষ। এখন চলছে বই বাঁধাইয়ের কাজ। কাজের চাপ বেশি থাকায় ছুটির দিনেও বই বাঁধাইয়ের কাজে ব্যস্ত শ্রমিকেরা। প্যারিদাস রোডের একটি বাঁধাইখানার শুক্রবারের চিত্র।
ছাপাখানা থেকে ছাপার পর বাঁধাইখানায় আনা হয়েছে বই।
ছাপাখানা থেকে ছাপার পর বাঁধাইখানায় আনা হয়েছে বই।
মেশিনে বাঁধাই করা হচ্ছে বই।
মেশিনে বাঁধাই করা হচ্ছে বই।
মেশিনের পাশাপাশি হাতেও বাঁধাইয়ের কাজ করা হয়।
মেশিনের পাশাপাশি হাতেও বাঁধাইয়ের কাজ করা হয়।
বাঁধাই শেষে মলাটের অপেক্ষায় শত শত বই।
বাঁধাই শেষে মলাটের অপেক্ষায় শত শত বই।
বাঁধাইখানায় এসেছে নানা রং ও নকশার প্রচ্ছদ।
বাঁধাইখানায় এসেছে নানা রং ও নকশার প্রচ্ছদ।