ডাকসুতে ছাত্রলীগ জিতবে, বিশ্বাস তোফায়েল আহমেদের

ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক-বর্তমান নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৬ জানুয়ারি। ছবি: প্রথম আলো
ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক-বর্তমান নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৬ জানুয়ারি। ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদের বিশ্বাস, আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রলীগ বিজয়ী হবে। তিনি বলেছেন, ‘এই মার্চে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ ছাত্রলীগের মধ্যে যে ঐক্য স্থাপিত হয়েছে, আমি বিশ্বাস করি ’৬৭-৬৮ সালের মতো ছাত্রলীগ বিজয়ী হয়ে ডাকসুকে নেতৃত্ব দেবে।’

আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক-বর্তমান নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ প্রত্যাশা ব্যক্ত করেন৷

তোফায়েল আহমেদ বলেন, ‘এবার ৩০ ডিসেম্বর বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে চতুর্থবারের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার অর্পণ করেছে৷ নির্বাচন করতে গিয়ে আমার মনে হয়েছিল, আবার ’৭০-এর মতো গণজোয়ার এসেছে৷ তা-ই হয়েছে—শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিক বিশ্বের একজন খ্যাতিমান নেতা৷’

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় পুনর্মিলনীর এ আয়োজনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমানসহ ছাত্রলীগের সাবেক নেতারা উপস্থিত ছিলেন৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি করে ছাত্রলীগ। ঢাকা, ২৬ জানুয়ারি। ছবি: ফোকাস বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি করে ছাত্রলীগ। ঢাকা, ২৬ জানুয়ারি। ছবি: ফোকাস বাংলা

সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ র‍্যালি বের করা হয়৷ শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, ফুলার রোড, ভিসি চত্বর ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে র‍্যালিটি শেষ হয়৷

সংগঠনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ জানুয়ারি নানা কর্মসূচি হাতে নেয় ছাত্রলীগ। তবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো ছাড়া অন্য কর্মসূচিগুলো স্থগিত করা হয়৷

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের অংশ হিসেবে ২৮ জানুয়ারি রক্তদান কর্মসূচি এবং ৩০ জানুয়ারি শীতবস্ত্র ও শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করবে ছাত্রলীগ৷