কৃষিতে ক্ষুদ্র জাতিসত্তার নারী

>বগুড়ার শেরপুর উপজেলার হাতিগারা, বাগমারা ও দড়িমুকন্দ গ্রাম। সেখানে দেড় শতাধিক ঘরে ক্ষুদ্র জাতিসত্তার লোকজনের বাস। বংশপরম্পরায় ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করেন তাঁরা। এর মধ্যে নারীও রয়েছেন। সকালে ঘরসংসারের কাজ সেরে তাঁরা বেরিয়ে পড়েন। দিনভর মাঠে ধানের চারা রোপণ করে প্রত্যেকে মজুরি পান ২৫০ টাকা। জীবন-জীবিকার তাগিদে পুরুষের সঙ্গে মাঠেঘাটে কাজ করতে হয় এসব নারীকে।
মাঠে বোরোর চারা রোপণের আগে সার দিতে হয়। সেই সার নিয়ে যাচ্ছেন এক কৃষক
মাঠে বোরোর চারা রোপণের আগে সার দিতে হয়। সেই সার নিয়ে যাচ্ছেন এক কৃষক
বোরো ধানের চারা রোপণ করছেন নারী-পুরুষ।
বোরো ধানের চারা রোপণ করছেন নারী-পুরুষ।
জমির আইলে কোলের সন্তান বসিয়ে রেখে মাঠে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন নারীরা
জমির আইলে কোলের সন্তান বসিয়ে রেখে মাঠে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন নারীরা
ধানের চারা রোপণ
ধানের চারা রোপণ
চারা রোপণে অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি
চারা রোপণে অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি