হল-মার্ক জালিয়াতির ঘটনায় আরেক মামলা

হল-মার্ক জালিয়াতির ঘটনায় আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ থানায় মামলাটি করেন দুদকের উপরিচালক সেলিনা আকতার মনি।

দুদক সূত্র জানায়, হলমার্কের নন-ফান্ডেড জালিয়াতির ঘটনায় এ মামলাটি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এক কোটি নয় লাখ ৬৬ হাজার ৭৬১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে সোনালী ব্যাংকের বরখাস্তকৃত সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সাইফুল হাসান, ভেনারেবল এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আশরাফ উদ্দীন সেলিম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সঞ্জীবন রায়, ড্রেস মি ফ্যাশনের চেয়ারম্যান জিনাত ফাতেমা, এমডি তাওহীদ হোসেন ও পরিচালক তসলিম হাসানকে।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও প্রতারণার আশ্রয়ে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের হাজারীবাগ শাখা থেকে ওই অর্থ আত্মসাৎ করেন। পরে ওই টাকা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থপাচার আইনে অপরাধ করেছেন। ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০১২ সালে সেপ্টেম্বরের মধ্যে ওই আত্মসাতের ঘটনা ঘটে বলে এজাহারে বলা হয়েছে।