মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনের কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করার দায়ে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম সরফরাজ এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. রত্তন ব্যাপারী (৫০)। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রত্তন আলী ওই মাদ্রাসাছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পুলিশ মিঠাখালী গ্রাম থেকে রত্তন ব্যাপারীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত রত্তন ব্যাপারীর বিরুদ্ধে অন্য আরও উত্ত্যক্তের অভিযোগ রয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলায় দীর্ঘদিন কারাবাস শেষে সম্প্রতি জামিনে এসেছিলেন। এবার মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বছর সাজা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।