চুরির গয়না মিলল জুয়েলারি দোকানে

গত ১৮ ডিসেম্বর চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার নিঝুম ভিলায় চুরি হয়েছিল। খোয়া যায় ২৬ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী । এ ঘটনায় বাড়ির মালিক সাইফুল ইসলাম মামলা করেন। এরপর থেকে পুলিশ চোরকে ধরতে অভিযান চালায়। গতকাল শনিবার রাতে পুলিশ কুমিল্লার চান্দিনা বাজারের ভাই ভাই জুয়েলার্স থেকে বিভিন্ন চুরি ঘটনায় খোয়া যাওয়া ৫০ ভরি সোনা ও ২৫৮ ভরি রুপার গয়না জব্দ করে।

একই সঙ্গে চোরাই সোনা ক্রয় ও গচ্ছিত রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন অমল দেবনাথ ও ইসমাইল হোসেন।

আজ রোববার দুপুরে চাঁদপুর মডেল থানা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার প্রথমে ইসমাইল হোসেনকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দিনা বাজারে ভাই ভাই জুয়েলার্সে অভিযান চালানো হয়। এ সময় এসব স্বর্ণালংকারসহ অমল দেবনাথকে আটক করা হয়। পরে এদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।