জামায়াতকে স্বাধীনতাবিরোধী বলে চার নেতার পদত্যাগ

জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী আখ্যায়িত করে গাইবান্ধা জেলায় দলটির চার নেতা পদত্যাগ করেছেন। গতকাল সোমবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তাঁরা দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ করা চারজন হলেন গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সদস্য মো. আলিম উদ্দিন এবং ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে আবদুল হালিম বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের উপলব্ধি হয়েছে যে দলটি স্বাধীনতাবিরোধী একটি রাজনৈতিক দল। জামায়াত এখনো মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এই অবস্থায় আমরা দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আজ (গতকাল) থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম।’

কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইচ্ছা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে আবদুল হালিম বলেন, ‘আপাতত আর কোনো রাজনৈতিক দলে যোগ দেব না।’

গত শুক্রবার জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য জনগণের কাছে ক্ষমা চায়নি। একবিংশ শতাব্দীর বাস্তবতার আলোকে ও অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে দলটি নিজেদের সংস্কার করতে পারেনি।