কুতুবদিয়ায় ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি যৌথ সামরিক মহড়া

চলতি মাসের ২২ থেকে ২৭ তারিখ পর্যন্ত চট্টগ্রামের কুতুবদিয়াসংলগ্ন এলাকায় সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক অনুশীলন অনুষ্ঠিত হবে। আজ বুধবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় স্থানীয় লোকজন ও নৌযানকে অনুশীলন এলাকা যথাসম্ভব এড়িয়ে সতর্কতার সঙ্গে চলতে বিশেষ অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহড়া চলাকালে জননিরাপত্তার স্বার্থে কুতুবদিয়াসংলগ্ন (ফাতেহপাড়া, কালামপাড়া, বঙ্গকাটা, আকবর আলীপাড়া, চাঁদেরপাড়া এবং চরধুরং) এলাকায় বসবাসকারী সকল বেসামরিক ব্যক্তি ও নৌযানগুলোকে অনুশীলন এলাকা যথাসম্ভব পরিহার করে সতর্কতার সঙ্গে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।’

সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও তিন বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করবেন। এর মাধ্যমে আন্তবাহিনীর সমন্বিত যুদ্ধ সক্ষমতা, যোগাযোগ এবং যুদ্ধকৌশলগত পরিকল্পনার বাস্তবিক প্রয়োগ রপ্ত করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এই অনুশীলন সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।