রঙে রঙিন অমর একুশে

>ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। ধুয়ে-মুছে রং করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। রাত পোহালেই ফুলে ফুলে ছেয়ে যাবে শহীদ মিনারের বেদি। একুশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পালিত হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সে উপলক্ষে শহীদ মিনারের আশপাশের দেয়াল ও সড়কে আঁকা হচ্ছে আলপনা ও দেয়ালচিত্র। বেশির ভাগ দেয়ালচিত্র আঁকা শেষ। এখন চলছে আলপনা আঁকার কাজ। রাত-দিন ছবি আঁকাতে ব্যস্ত শিক্ষার্থীরা। দেয়ালে ছবি ও নানা লেখার মাধ্যমে ফুটে উঠছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নানা দিক। ছবিগুলো বুধবারের।
দোয়েল চত্বর এলাকায় আলপনা আঁকতে ব্যস্ত এক তরুণী।
দোয়েল চত্বর এলাকায় আলপনা আঁকতে ব্যস্ত এক তরুণী।
নারীরা তৈরি করছেন শহীদ মিনার—সেই চিত্রই ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে।
নারীরা তৈরি করছেন শহীদ মিনার—সেই চিত্রই ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে।
চিত্রকর্মের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস তুলে ধরা হয়েছে।
চিত্রকর্মের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস তুলে ধরা হয়েছে।
নতুন দেয়ালচিত্রের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত কয়েকজন।
নতুন দেয়ালচিত্রের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত কয়েকজন।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’—দেয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে এই অমর পঙ্‌ক্তিমালা।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’—দেয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে এই অমর পঙ্‌ক্তিমালা।
স্কুল শেষে দেয়ালচিত্র দেখতে এসেছে দুই বোন।
স্কুল শেষে দেয়ালচিত্র দেখতে এসেছে দুই বোন।